চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ৩৫

 

Corona-attack

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

রোববার (১০ মে) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে আক্রান্তদের ৩৫ জনের মধ্যে ১৪ জন লোহাগাড়া উপজেলায়, ১০ জন রাঙ্গুনিয়া উপজেলায় এবং ৭ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাছাড়া রাউজান, বাঁশখালী উপজেলায় আরও ২ জন শনাক্ত হয়েছে। এছাড়া তালিকায় নাম থাকা আরও ২ জন চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিভাসুতে গতকাল ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামে ৩৫ জন এবং অন্যান্য জেলায় ১৮ জন।

Share this post

scroll to top