ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আরো ৫জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যেও ৪ জন স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ১৭জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে ৫জনের করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত ২২ জনের ১৬ জনই স্বাস্থ্য কমপ্লেক্সের।
আজ শনিবার নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার, অফিস সহায়ক, নারী বাবুর্চি, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক ঔষধ বিক্রেতা ও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের এক গৃহীনি সহ ৫জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ২২জন করোনা আক্রান্তের মধ্যে ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আক্রান্তদের প্রায় সকলেই উপসর্গহীন ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত ২২জনের ১৬জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী। স্বাস্থ্য কমপ্লেক্সটি করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। এ অবস্থাতেও জরুরী বিভাগে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত ২২জনের মধ্যে ১৬জন আমাদের স্টাফ। এর মধ্যে ১০জন সুস্থ হয়েছেন।