ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা যাওয়ার পর ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে ময়মনসিংহ নগরীতেও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি একজন বালু শ্রমিক। তার নাম শাহজাহান মিয়া (২০)। শুক্রবার (৮ মে) রাতে ময়মনসিংহ মহানগরীর থানাঘাট এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাত ১০টার দিকে নগরীর থানাঘাট এলাকায় একটি ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি বিদ্যুতায়িত হয়। এসময় শ্রমিক শাজাহান বালু নামাতে ট্রাকে উঠলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।