ময়মনসিংহে করোনায় নতুন আক্রান্ত ২৫ জন

Corona-Mymensingh-Update

ময়মনসিংহ জেলার ১৫  জনসহ  বিভাগে মোট ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ রবিবার (০৩মে) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে তিন স্লটের সর্বমোট ২৮২ টি নমুনা পরীক্ষা করে ২৫ টি নমুনায় কোভিড-১৯ (COVID-19) পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন এবং নেত্রকোণা জেলার ১০ জন।

ময়মনসিংহের ১৫ জন হলেন: ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালের  ৬ স্বাস্থ্যকর্মী , গফরগাঁওয়ের -১  জন (স্বাস্থ্যকর্মী), ভালুকার -৪ জন, ফুলবাড়িয়ার -১ জন, ঈশ্বরগঞ্জের -২ জন ও হালুয়াঘাটের -১ জন।

নেত্রকোনা জেলার ১০ জন হলেন: মোহনগঞ্জের -৬ জন , আটপাড়ার -৩ জন  ও মদনের -১জন।

 এদিকে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিট থেকে এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৩ জন, জামালপুরে ৯ জন, শেরপুর-৭ এবং নেত্রকোনা-২।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে আজ ময়মনসিংহের ভালুকায় আবু হানিফ নামে একজন ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। 

এছাড়াও দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

 

Share this post

scroll to top