চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

 

নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফিরোজ নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র-গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (০২ মে) দিনগত রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ একই উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের মৃত খোরশেদ আলমের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিক্তিতে শনিবার দিনগত রাতে ওই ইউনিয়নের ব্র্যাক কার্যালয়ের সামনে মাদক বিক্রির প্রস্তুতিকালীন সময়ে অভিযান চালানো হয়। সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদকবিক্রেতা ফিরোজ। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ফিরোজ গুলিবিদ্ধ হন। পরে আহতাবস্থায় তাকে আটক করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

অভিযানে ​ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Share this post

scroll to top