নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের বিচারের দাবি

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের বিচারের দাবিজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌহিদ হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। শনিবার বিকালে তৌহিদ হত্যার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয়বাংলা চত্ত্বরে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা। এ সময় তৌহিদ হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিবুল ইসলাম, নাট্যকলা বিভাগের সাজাদ হোসেন, সৌরভ সরকার, বিবিএর ইমরান হাছান নাহিদ প্রমূখ।

উল্লেখ্য, ময়মনসিংহ শহরের মেসে ঢুকে তৌহিদুল ইসলাম খান (২৪) নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক ছাত্রকে শুক্রবার ভোরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়মনসিংহ নগরের তিনকোণা পুকুরপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত তৌহিদুল জাককানইবি’র ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানার রামেশ্বরপুর এলাকায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।

Share this post

scroll to top