স্টাফ রিপোর্টার : আজ ১০ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ময়মনসিংহ জেলা পাকহানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এরপর বিজয়ের মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে মুক্তি পাগল হাজারো জনতার ঢল।
১৯৭১ সালের ১০ই ডিসেম্বর বর্তমান ধর্মমন্ত্রী এবং তৎকালীন ঢালু যুব শিবির এর প্রধান আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর তৎকালীন ব্রিগেডিয়ার সনৎ শিং বাবাজীর নেতৃত্বে মিত্র বাহিনীর সম্মিলিত দল বিজয় পতাকা উড়িয়ে প্রবেশ করেন ময়মনসিংহ জেলা সদরে। তখন ময়মনসিংহবাসী অভ‚তপূর্ব মুক্তির এই বিজয়কে স্বাগত জানান। এরপর বিজয়ের মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে মুক্তি পাগল হাজারো জনতার ঢল। আর বিজয়ের বাঁশি হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধারা মুক্ত ময়মনসিংহ শহরে প্রবেশ করেই সার্কিট হাউজ প্রাঙ্গণে তাঁরা উত্তোলন করেন রক্ত ভেজা মানচিত্র আঁকা সবুজ বাংলার পতাকা।
এদিকে ১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে প্রতিবারের মত এবারও শহরের ছোট বাজার মুক্তমঞ্চে ৭ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড্। সকালে মুক্তমঞ্চ থেকে বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালীর উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।