জামালপুরে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা শেষে তাদের দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন জেলার সরিষাবাড়ি উপজেলার এবং একজন জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ জনে দাঁড়ালো। এর মধ্যে চারজন সুস্থ হয়েছে এবং তিনজনের মৃত হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, জেলার সরিষাবাড়ি পৌরসভার ধানাটা এলাকার ৩২ বছর বয়সী এক যুবক। তিনি সরিষাবাড়ি উপজেলার মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারের স্বাস্থ্যকর্মী। অপর আক্রান্ত জেলার বকশীগঞ্জ উপজেলার ২২ বছর বয়সী এক যুবক। বকশীগঞ্জের ওই যুবক শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় তার নমুনা দিয়েছিল। নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) তার দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। পরবর্তীতে শেরপুরের তালিকা শেষে জামালপুরের তালিকায় ওই যুবকের নাম যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, জামালপুরে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, সরিষাবাড়ী উপজেলায় চারজন, মেলান্দহ উপজেলায় তিনজন (ছাড়পত্রপ্রাপ্ত ২ জন), বকশীগঞ্জ উপজেলায় পাঁচজন (ছাড়পত্রপ্রাপ্ত ২ জন), মাদারগঞ্জ উপজেলায় ১১ জন, দেওয়ানগঞ্জে উপজেলায় তিনজন (মৃত ১ জন), ইসলামপুর উপজেলায় ছয়জন (মৃতের নমুনা শনাক্ত ২ জন)।
এদিকে জেলা সদরসহ ৭টি উপজেলা থেকে এ পর্যন্ত ১১৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১ জনের।