রামুতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়ার ভাষ্য, রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় খোরশেদকে থামতে বললে না থেমে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ সময় ৩০ হাজার ইয়াবা, একটা দেশীয় তৈরি এলজি ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top