ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত হচ্ছে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল। দিনের পর দিন ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেছেন। আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতেই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৩০টি শয্যা প্রস্তুত রয়েছে। হাসপাতালটিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবাস্থল করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
এব্যাপারে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: এম করিম খান জানান, আমরা ৩০টি শয্যা প্রস্তুত রেখেছি। প্রয়োজনে রোগীদের সেবা নিশ্চিতে আরো বৃদ্ধি করা হবে।