ঢাকাSunday , 19 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Link Copied!

পুলিশময়মনসিংহের ভালুকা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আর্মড পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আর্মড পুলিশের অপর এক সদস্য আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলায় ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুলতান আহম্মেদ (২৭)। তিনি উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে কর্মরত ছিলেন। সুলতান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাঙ্গলশিমুল এলাকার মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তাঁদের বাড়িতে যাচ্ছিলেন সুলতান আহম্মেদ ও তাঁর সহকর্মী সাদ্দাম হোসেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে গিয়ে সুলতান মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়া হয়। ঢাকায় নেয়ার পথে দিবাগত রাত দেড়টার দিকে ত্রিশালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণে না রাখতে পারায় গাছের সঙ্গে এটি ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন সুলতান। এতে আরেকজনের তেমন কোনো সমস্যা হয়নি। তিনি সুস্থ আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।