এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সব শাখার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
আজ বুধবার অধ্যক্ষ্যের পক্ষে শিক্ষক মুশতারি সুলতানা সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত সকল শ্রেণির ক্লাস-পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে। এটা সব শাখার জন্য সিদ্ধান্ত। পরে সিদ্ধান্ত পরিবর্তন হলে শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেব।’
আজ পরীক্ষা হলেও কোনো ক্লাস হয়নি বলে জানা গেছে।
গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারি পদত্যাগের বিষয়ে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করেছে। অভিযোগ প্রমাণিত হলে যে কারোর বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিতে পারে। পরবর্তী যে কোনো সিদ্ধান্তের বিষয়ে যেকোনো সময় গভর্নিং বডি বসতে পারে।’
সামনে জাতীয় নির্বাচন, এই অবস্থায় পরীক্ষা কিভাবে শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অতীতেও আমরা বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির সময় শুক্রবারে ক্লাস-পরীক্ষা নিয়েছি। এবারও সেরকম হতে পারে।’
মেয়েরা হয়তো প্রস্তুতি নিতে পারেনি- পরীক্ষা পেছানোর জন্য এটিকেও একটি কারণ হিসেবে দাবি করেন তিনি।