পালিয়ে প্রেমিকের বাড়িতে গার্মেন্টসকর্মী, বিয়ের বদলে হলো হোম কোয়ারেন্টিন

দেশে চলমান করোনা পরিস্থিতির মধ্যে ঢাকায় কর্মরত দুই গার্মেন্টসকর্মী পালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দূর্গাপুরে প্রেমিকের বাড়িতে আসার খবরে এলাকাবাসী দুই প্রেমিক যুগলকে বিয়ের বদলে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে। শনিবার উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুজনের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কানাই দাশের ছেলের সুধাংশুর সাথে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে নারায়ণগঞ্জের একই গার্মেন্টসে কাজের সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চাকরির সুবাদে তারা দুজনই নারায়নগঞ্জ থাকতেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি ছুটি ঘোষণা হলে সেখান থেকে তারা পালিয়ে ছেলের বাড়ী নবীগঞ্জের দূর্গাপুরে চলে আসেন। তারা কোর্ট ম্যারিজ করে বিয়ে করলেও সামাজিকভাবে গত ১৬ই এপ্রিল বিয়ের আয়োজন করে ছেলের বাড়িতে। এতে বাধ সাধে এলাকাবাসী। যেহেতু ছেলে ও মেয়ে ঢাকার সবচেয়ে বেশি করোনা আক্রান্ত নারায়নগঞ্জ থেকে এসেছে সেহেতু তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ ব্যাপারে শনিবার মিটিং করে তাদেরকে হোম কোয়ার্টারের পাঠায় এবং কোয়ারান্টাইন শেষে আগামী ৩০ এপ্রিল তাদের বিয়ে ধর্মীয় শাস্ত্র মতে আনাড়ম্বরভাবে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হব বলে গ্রামের মরুব্বীরা জানান।

Share this post

scroll to top