ঢাকাSaturday , 18 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডাক্তার-নার্সদের বাসা ছাড়তে চাপ দিলে ব্যবস্থা

Link Copied!

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে অনেক বাড়ির মালিক তাদের ভাড়াটিয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলছেন বা এ নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের এমন বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

এক সংবাদ বিজ্ঞপিপ্ততে তিনি জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ বিস্তারের পরিপ্রেক্ষিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ময়মনসিংহ নগরীর অনেক বাড়ির মালিক তাদের বাসা থেকে ভাড়ায় থাকা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়তে বলছেন বা নানাভাবে চাপ তৈরি করছেন- যা অন্যায়, অমানবিক এবং দণ্ডনীয় অপরাধ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়েছে, এমন অবস্থায় ময়মনসিংহ সিটি এলাকার বাড়ির মালিকদের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে অনুরোধ করা হলো। অন্যথায় বাড়ির মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।