ময়মনসিংহ জেলায় ইতোমধ্যে ৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় জেলার নিরাপত্তার স্বার্থে জেলাকে লকডাউন ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। প্রাণঘাতী করােনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ‘করোানাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ’র সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলােচনা করে ময়মনসিংহ জেলাকে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টা থেকে অবরুদ্ধ ঘোষণা করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। করোনাভাইরাসের আক্রমন দিনদিন বৃদ্ধি পাওয়ায় এ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নিমূল আইন ২০১৮ এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা মোতাবেক ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষনা করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার ভেতরে সকল প্রকার যানবাহন, সাপ্তাহিক হাট-বাজার, প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবামূলক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল-ক্লিনিক, ঔষধের দোকান, খাদ্যদ্রব্য সরবরাহের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।
জেলা প্রশাসক মো: মিজানুর রহমান জানান, জেলায় ইতিমধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাই করোনা প্রতিরোধে জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়নসহ গ্রাম পর্যায়ে লকডাউন ঘোষনা করা হলো। জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে সকলের সহযোগীতা চেয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।