করোনা রোগী শনাক্ত : বয়রা এলাকা লকডাউন

খুলনা মহানগরীর বিদ্যুৎ ভবনের পিছনে করিমনগর ছোট বয়রা এলাকায় নূর মোহাম্মদ সড়কের বাসিন্দা একজন করোনা রোগী শনাক্ত হয়েছে গত সোমবার।

খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮-এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন সোমবার রাতেই উক্ত এলাকা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। এ সংক্রান্ত প্রশাসনের তরফ থেকে তথ্যবিবরণীতে উক্ত আদেশ ভঙ্গকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

Share this post

scroll to top