ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র গাঙিনারপাড় ট্রাফিকমোড়ে ছুরিকাঘাতে গলা কেটে রাব্বী (২৮) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুর্বশক্রতার জেরে শহরের আকুয়া নন্দীবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে ইজিবাইকচালক রাব্বীকে গাঙিনারপাড় ট্রাফিকমোড়ে দুর্বৃত্তরা গলায় ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তাকে সংকটাপন্ন অবস্থায় পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।