ঢাকাMonday , 13 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে দুই ডাক্তারসহ ৭ জনের দেহে করোনা শনাক্ত

Link Copied!

Corona-Mymensingh-Updateময়মনসিংহ বিভাগে সোমবার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক আছেন।

সোমবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম বলেন, এ নিয়ে গফরগাঁওয়ে দুই চিকিৎসকসহ মোট ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জামালপুরে ৩জন এবং নেত্রকোণায় একজন এবং শেরপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত মোট ছয়জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন।

মশিউল আলম আরো বলেন, ‘‘গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ৯ এপ্রিল গফরগাঁওয়ে এক নারী করোনা আক্রান্ত হন। ঐ নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। ওই দুই চিৎিসকের মধ্যে এখন পর্যন্ত করোনার উপসর্গ দেখা যায়নি। তাই তাদেরকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এইচ এ তারা গেলান্দাজ জানান, চিকিৎসকদের রোস্টার ভিত্তিতে চিকিৎসায় নিয়োজিত করার জন্য আহবান জানিয়েছেন। অন্যথায় চিকিৎসকরা দারুণ হুমকীর মধ্যে পড়ে যাবেন। অধিকাংশ চিকিৎসক যদি করোনায় আক্রান্ত হন এক পর্যায়ে চিকিৎসক সংকটে দেখা দিতে পারে। এ ব্যাপারে চিকিৎসকদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন এই বিএমএ নেতা।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান বলেন, আক্রান্ত দুজন চিকিৎসককে রাতে ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হবে কিনা তা কর্তৃটক্ষ নির্ধারণ করবেন।

উল্লেখ্য, এ পর্যন্ত ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এক, গফরগাও তিন, ফুলপুর এক ও ঈশ্বরগঞ্জে একজনসহ বিভাগে ২৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।