ময়মনসিংহ বিভাগে গত দু’দিনে মোট ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদরে মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নারী ও ফুলপুরে এক কৃষক রয়েছেন। গফরগাঁওয়ের শিলাসী লাটিয়াবাড়ি এলাকার লিলি বেগম নামের ওই নারী বিআরডিবির একজন মাঠ সংগঠক। বৃহস্পতিবার রাতেই নগরীর এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এছাড়াও শুক্রবার ফুলপুর উপজেলার বালিয়া কইচ্চ্যাকান্দা গ্রামের এক কৃষকের দেহে করোনা শনাক্ত হয়। এরআগে বুধবার মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ময়মনসিংহ জেলায় তিন জনসহ বিভাগে মোট ৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে গত দুইদিনে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ১৭২ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়। তাদের মধ্যে নয় জনের দেহে করোন শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে একজন নারী ও ফুলপুরে এক কৃষক, শেরপুর জেলার ঝিনাইগাতিতে দু’জন ও শ্রীবর্দীতে একজন এবং জামালপুর জেলার মেলান্দহ ও বকশিগঞ্জে এক নারীসহ দু’জন এবং নেত্রকোনা জেলার সদর উপজেলার মদনপুরে একজন ও খালিয়াজুড়িতে এক নার্সের কোভিড-১৯ শনাক্ত হয়।