ময়মনসিংহে এ্যাস্ট্রো আয়ুর্বেদিকের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Mymensingh News Reliefকরোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অঘোষিত লকডাউনে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন এ্যাস্ট্রো আয়ুর্বেদিক লিমিটেডের চেয়ারম্যান গোলাম সাকলায়েন শাহীন ও ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কমিশনার কামাল খান।

গোলাম সাকলায়েন তার ব্যক্তিগত উদ্যোগে তার নিজ এলাকা ময়মনসিংহ বিভাগীয় নগরীর ১৭ নং ওয়ার্ডের পুরোহিতপাড়ায় দুইশতাধিক গরিব ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রবিবার সকালে দুস্থ্যদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে রাতে বাড়ি বাড়ি গিয়ে অন্যান্যদের মাঝে বিতরণ করা হবে বলেও তিনি জানান। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশের মতো ময়মনসিংহে অঘোষিত লকডাউন চলতে থাকায় নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। সরকারি ও ব্যাক্তি উদ্যোগে অনেকে মানুষজন এ হতাশাগ্রস্থদের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এ্যাস্ট্রো আয়ুর্বেদিক লিমিটেডের চেয়ারম্যান গোলাম সাকলায়েন বলেন, সব সময় এলাকার অসহায় মানুষের পাশে থাকতে চাই। বর্তমানে এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এরই অংশ হিসাবে এই খাদ্য সহায়তা। এছাড়াও তিনি এ্যাস্ট্রো ফার্মার পক্ষ থেকে  ১৫শ পরিবারে ১টি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় বলে জানান।

Share this post

scroll to top