ময়মনসিংহে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ সন্দেহে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনের মাধ্যমে আজ ৬১জন সন্দেভাজনের স্যাম্পল নেয়া হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ বিভাগের চার জেলাসহ টাঙ্গাইল থেকে রোগীর নমুনা সংগ্রহ করে ল্যাবে আনা হয়। দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা কার্যক্রম। এসব টেস্টের রিপোর্ট শনিবার আইইডিসিআরের সংবাদ সম্মেলনে ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।