১৯৭২ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টর্নেডোর আঘাতে ১৫০ জন মারা যায়। ঘূর্ণিঝড়ে তখন ময়মনসিংহের ফুলবাড়িয়ার মানুষ দিশেহারা হয়ে যায়। খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। ডেইলি অবজারভারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ফুলবাড়িয়ার মানুষ ঘূর্ণিঝড়ে অসহায়ত্বে দিন কাটিয়েছিলো। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় এবং সেখানে মানুষ পুকুর থেকে পানি সংগ্রহ করে পান করার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। প্রতিবেদক সরেজমিনে অভিজ্ঞতা থেকে করা প্রতিবেদনে উল্লেখ করেন, ওই এলাকায় গেলে মনে হবে কেউ বুলডোজার দিয়ে জায়গাটা গুঁড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে লেখা হয়, ঘূর্ণিঝড় এত বেশি তীব্র ছিল যে পুকুর থেকে মাছ উঠে এসেছিল। স্থানীয়দের দাবি, এখন এলাকাবাসী মোটামুটি খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং বিভিন্ন জিনিসপত্র এক জায়গায় করে তারা কোনোমতে মাথা গোঁজার ঠাঁই তৈরির চেষ্টা করছে।