মুন্সীগঞ্জের ছয়টি উপজেলায় ২৪ ঘণ্টায় নতুন করে যুক্ত হয়েছেন ৪০ জন। এ নিয়ে এই পর্যন্ত ৪২৭ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিকেল ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ।
এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছয়জন, গজারিয়াতে সাতজন, টংগিবাড়ীতে চারজন, সিরাজদিখানে ১২ জন, শ্রীনগরে পাঁচজন ও লৌহজং উপজেলায় ছয়জন নিয়ে সর্বমোট ৪০ জন। এ পর্যন্ত সর্বমোট ১৭০ জন ছাড়পত্র নিয়ে হোম কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন।
মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে শুধু বিদেশফেরতদের কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এর সংখ্যা ছিল ৪৩২ জন।