চিরপ্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছে তারা। এ নিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতলো অসিরা।
শনিবার টস জিতে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। অসি বোলারদের তোপে ১০৫ রানে গুটিয়ে যায় তারা। ওপেনার ড্যানিয়েল ওয়াট আর অধিনায়ক হেদার নাইট ছাড়া কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৭ বলে ৪৩ করেন ওয়াট। নাইট ২৮ বলে ২৫ রান করেন।
অস্ট্রেলিয়ার অফস্পিনার অ্যাশলি গার্ডনার বল হাতে আগুন ঝরিয়েছেন। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন। দুটি করে উইকেট নেন মেগান স্কাট আর জর্জিয়া ওয়েরহাম।
১০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি শুরুর দিকে ফিরে গেলেও বাকি পথ সহজেই পাড়ি দিয়েছে অ্যাশলি গার্ডনার ও ম্যাগ লেনিং জুটি। ২ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।