কিশোরগঞ্জের ভৈরবে একজন ইতালি ফেরত প্রবাসী মারা গেছেন। তিনি ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। রবিবার (২২শে মার্চ) রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
তার মৃত্যুর পর স্থানীয় দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার সন্ধ্যায় ভৈরবের আবেদীন হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না জানতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।