ফুলবাড়ীয়ায় রোগী শূন্য হাসপাতাল, আতঙ্কিত চিকিৎসকরাও

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে করোনা আতঙ্কে রোগী শূন্য। হাসপাতালের বহির্বিভাগে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে চিকিৎসার জন্য প্রতিদিন সহস্রাধিক রোগীর আগমন ঘটলেও রবিবার দেখে গেছে উল্টো চিত্র। রয়েছেন হাতেগোনা শুধু কয়েকজন রোগী। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ জানিয়েছেন, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম না থাকায় তারও আতঙ্কিত হয়ে পড়েছেন। যারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন তাদের সুরক্ষা নিশ্চিত না করা গেলে সেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

সরেজমিন রবিবার দুপুরে হাতেগোনা কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। আবাসিক মেডিকেল অফিসার হারুন আল মাকসুদ জানান, আমাদের গায়ের অ্যাপ্রোন দিয়ে করোনা মোকাবেলা অসম্ভব। প্রতিটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে করোনা প্রতিরোধী সরঞ্জাম সরবরাহ জরুরি।

ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ জানান, চিকিৎসকদের জন্য কিছু সরঞ্জামাদি এসেছে। বিকালে এ নিয়ে মিটিং হবে। আমরা অন্তত দুজন চিকিৎসককে করোনার জন্য জরুরি বিভাগের জন্য প্রস্তুত রাখবো। তিনি আরও বলেন, হাসপাতালে প্রবেশকালে রোগীদের হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

Share this post

scroll to top