বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহামারী করোনা ভাইরাস আতঙ্ক নিরসন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সচেতন করার লক্ষে নিজ নিজ বাসা অবস্থানের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে ।
আজ রবিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসের কিছু দাপ্তরিক কাজ ও অন্যান্য জরুরি সেবা অব্যাহত রেখে সবাইকে নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে বিভাগীয় প্রধান/ শাখা প্রধানের নির্দেশে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা দ্বায়িত্ব পালন করবেন। এ নীতি আবাসিক হলগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়া জরুরি প্রয়োজন ও অনুমতি ব্যতিত বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান না করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেদেক ৩১ মার্চ পর্যন্ত সকল ধরণের ক্লাস পরীক্ষা বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শনিবার বিকাল ৫ টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।