নোয়াখালীতে মা-মেয়ের লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রী তার শিশু কন্যার লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। শনিবার দুপুরে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত বকুল আক্তার উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত নওয়াব আলীর মেয়ে।

জানা যায়, সোনাইমুড়ী উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত নওয়াব আলীর মেয়ে বকুল আক্তারের সাথে পাশের কুমিল্লা জেলার মনোরহগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামের শাহজাহানের ছেলে বাহরাইন প্রবাসী আবদুর রহিমের সাথে ২০১২ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই শ্বশুর শাহজাহান, শাশুড়ি আয়েশা বেগম ও ননদ শাজেদা আক্তার পারিবারিক বিষয় নিয়ে বকুল আক্তারেরর উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। এরই জের ধরে শনিবার সকালে শ্বশুরবাড়ীর লোকজন তার উপর পুনরায় নির্যাতন শুরু করে।

এ সময় তার দুই কন্য রোকেয়া আক্তার (৬), ফাতেমা আক্তারও (৩) এর থেকে রেহাই পায়নি। পরে বকুল আক্তার তার মেয়ে ফাতেমা আক্তার ও রোকেয়া আক্তার অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার বকুল আক্তার ও ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করে। অচেতন অবস্থায় রোকেয়া আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই ফারুক হোসাইন লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতের ভগ্নিপতি আতাউর রহমান অভিযোগ করেন, বকুল আক্তার ও তার মেয়েদের শ্বশুড়-শাশুড়ি নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করেছে।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ পিপিএম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নিবে।

Share this post

scroll to top