সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 

হাওর বেষ্টিত ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি ও মাঠিয়ান হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন পিআইসি কমিটির সদস্যদের। বাঁধের পাশে দূর্বাঘাস লাগানো সহ সব ধরনের ব্যাবস্থা গ্রহন করার জন্যে। বর্ষার পানির ঢলে বাঁধের মাঠি যেন সরে না যায় এইসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ সহিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী প্রমুখ সহ গণমাধ্যমকর্মীরা।

Share this post

scroll to top