ময়মনসিংহের ধোবাউড়ায় মলম পার্টির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতের নাম সুমন আহমেদ। সে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায়।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১ টায় তাকে ফুলপুর থানায় পাঠিয়েছে ধোবাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, ধোবাউড়া থেকে একটি লোকাল বাসে ময়মনসিংহে যাচ্ছিলেন বতিহালা গ্রামের ধানের ব্যবসায়ী আঃ জলিল ও তার ছেলে শামিম। তাদেরকে অনুসরণ করে ঐ বাসে উঠে সুমন। হামদ নাতের বই বিক্রির ফাঁকে শামিমের পাশে বসে সে। বাসটি ফুলপুর এলাকায় টিউকান্দা নামক স্থানে পৌছলে শামিম ইশারায় তার বাবাকে বলছিল যে, টাকা নিয়ে গেছে। এসময় মলম পার্টির ঐ সদস্যও বাস থেকে নামতে চাইলে তাকে আটক করে যাত্রীরা। কিন্তু ততক্ষণে তার সাথে থাকা মলম পার্টির অন্য সদস্যরা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এদিকে সুমনকে ধরে ধোবাউড়া থানায় নিয়ে যান ব্যবসায়ী আঃ জলিল। পরে তার কাছ থেকে ১ লক্ষ টাকা আদায় করা হয়। বাকী টাকা অন্য সদস্যরা নিয়ে যায় বলে দাবি করে সুমন। এ ঘটনায় রাত আনুমানিক ১ টার দিকে আসামী সুমনকে ফুলপুর থানায় পাঠানো হয়েছে এবং ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা বলেন মলমপার্টির এই চক্রটিকে ধরতে ইতোমধ্যে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আশা করছি তারাও ধরা পড়বে।