ময়মনসিংহে প্রাইভেট পড়ানো ও জমায়েত নিষিদ্ধ : জেলা প্রশাসনের নির্দেশ

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হককরোনার সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ময়মনসিংহ জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে। বুধবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। সামাজিক যোগাযোগ মাঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকধ্যমে দেয়া পোস্টটি পাঠকের সুবিধার্থে তুলে ধরা হলো:-

প্রিয় ময়মনসিংহবাসী আসসালামুয়ালাইকুম।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ইতিমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাসায় ব্যাচ করে প্রাইভেট পড়ানো ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, বিদেশ থেকে আগত সকলের নিজ বাড়িতে কমপক্ষে ১৪ দিন আবদ্ধ থাকা বাধ্যতামূলক।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধি অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনস্বার্থে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থা সমূহকে এ সংক্রান্ত তথ্য প্রদান করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

অনুরোধ ক্রমে
জেলা প্রশাসক
ময়মনসিংহ

Share this post

scroll to top