রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু

রাজধানীর উত্তরায় বিমান মাঠে এক কিশোরী পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার কিশোরীর আনুমানিক বয়স ১৪ বছর।

স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার শরীফ হোসেন জানান, পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্র : ইউএনবি

Share this post

scroll to top