মো. আব্দুল কাইয়ুম : আবারো ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট পুলিশ সুপার নির্বাচিত হলেন ময়মনসিংহের পুশিল সুপার মো: শাহ আবিদ হোসেন।
বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি নেত্রকোনায় আসন্ন “জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা” ও ময়মনসিংহ রেঞ্জ এর অক্টোবর/১৮ মাসের “মাসিক অপরাধ পর্যালোচনা সভায়”এ পুরস্কার ঘোষণা করেন।
সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন পিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ ২। শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল ময়মনসিংহ ৩। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা নেত্রকোনা ৪। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ডিবি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম অফিসার ইনচার্জ (ডিবি)ময়মনসিংহ ৫। শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই/সাফায়েত হোসেন, ডিবি জামালপুর ৬। শ্রেষ্ঠ এসআই(সঃ) মোঃ আব্দুস সালাম খলিফা, পুলিশ লাইন্স ময়মনসিংহ ৭। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই/সোহেল রানা,খালিয়াজুরী থানা নেত্রকোনা ৮। শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এএসআই/মোঃ হারুন অর রশিদ, নালিতাবাড়ী থানা শেরপুর এবং ৯। শ্রেষ্ঠ দফাদার মোঃ আব্দুল গাফফার, ইসলামপুর থানা জামালপুরদেরকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার ময়মনসিংহ মোঃ শাহ আবিদ হোসেন পিপিএম, পুলিশ সুপার নেত্রকোনা জনাব জয়দেব চৌধুরী, পুলিশ সুপার জামালপুর জনাব মোঃ দেলোয়ার হোসেন পিপিএম (বার), পুলিশ সুপার রেঞ্জ অফিস ময়মনসিংহ জনাব সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম সহ রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।