করোনার কারণে করোনাভাইরাস সম্মেলন স্থগিত

carona

যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় করোনাভাইরাসের ওপর অনুষ্ঠিতব্য একটি সম্মেলন বাতিল করা হয়েছে। নিউইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) আয়োজনে আয়োজিত ‘ডুয়িং বিজনেস আন্ডার করোনাভাইরাস’ শিরোনামের সম্মেলনটি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়াও আগামী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিএফআর আয়োজিত যুক্তরাষ্ট্রের জাতীয় অনুষ্ঠানসহ নিউইয়র্ক এবং ওয়াশিংটনের গোলটেবিল অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

সিএফআর কর্তৃপক্ষ  জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ সংস্থা কর্তৃক আয়োজিত বার্ষিক অটো শো বা স্থগিত সমাবেশের তালিকা দীর্ঘ হচ্ছে।

বৃহত্তর নিউইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানিয়েছে, তাদের কারশো অনুষ্ঠানটি বাতিল করে আগষ্টের শেষের দিকে করার দিন ধার্য করা হয়েছে।

এদিকে করেনাভাইরাসের কারণে নিউইয়র্কে আয়োজিত সব ধরনের অনুষ্ঠানের ওপর কঠোর নজরদারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নিউ রোশেলের শহরতলিতে করেনাভাইরাসের প্রকোপের কারণে তদারকি বেড়েছে।

শেষ খবর পর্যন্ত জনসমাবেশ কমাতে যুক্তরাষ্টে এখন পর্যন্ত ৫০ টির বেশি কর্পোরেট অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Share this post

scroll to top