‘হোম কোয়ারেন্টাইনে’ সার্বক্ষণিক নজরদারিতে সাটুরিয়ার ২৪ জন

করোনাভাইরাসের জীবাণু থাকতে পারে- এমন আশঙ্কায় মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদেশ থেকে আসা ২৪ ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে তাদের ও তাদের পরিবারের লোকজনকে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলায় ২৪ ব্যক্তি বিভিন্ন দেশ থেকে বাড়িতে ফিরেছেন। তারা ইতালি, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের সবাইকে নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বিদেশফেরত ব্যক্তিসহ পরিবারের অন্য সদস্যদের বাড়ির ভেতরে রাখা হয়েছে।

হরগজ নয়াপাড়া এলাকার দক্ষিণ কোরিয়া ফেরত একজন বলেন, সম্পূর্ণ সুস্থ আছি। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত খোঁজ নিচ্ছে। সবসময় বাসার ভেতরে বিশ্রাম নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের কাউকে নিজ বাড়ি থেকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না। উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সেখানে দায়িত্ব পালন করছেন। বিদেশফেরত ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মামুন-উর-রশিদ বলেন, বিদেশফেরত ব্যক্তিরা সবাই পুরোপুরি সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা পাওয়া যায়নি। করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। ভাইরাস প্রতিরোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

Share this post

scroll to top