ঢাকাWednesday , 11 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বঙ্গবন্ধু-আশা উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

Link Copied!

আশাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশের শীর্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা `আশা’ ময়মনসিংহ বিভাগের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে “আশা-বঙ্গব্ন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি-২০২০” নামে এককালীন বৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে শহরের আসপাডা কার্যালয়ের সম্মেলন কক্ষে আশা ময়মনসিংহ ডিভিশনার ম্যানেজার শ্যামল কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, আশা’র ডিরেক্টর আব্দুল মোতলিব। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও মেডিকেল কলেজে অধ্যায়নরত ১৪ জন শিক্ষার্থীকে ২১ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৯৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগের আওতায় চলতি মার্চ’২০২০ এ  ‘আশা’ ঋণ ভোগী সদস্যদের  সন্তানদের মধ্যে যারা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এদের মধ্যে যারা সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাঁদের সারাদেশে ১৮৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন ২০ (বিশ) হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।