টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হোসেন বাজারের বটতলা এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের গাঘড়াই কুড়াতুলি গ্রামের খলিলুর রহমানের ছেলে (সিএনজি চালক) হৃদয় হোসেন (২০), একই এলাকার সোনামুদ্দিন (৬২), তার নাতী মাসরাফুল (১১), হাফিজ উদ্দিন (৬০), তার মেয়ে রেণু বেগম (৩০) ও জাকির মাষ্টার (৪০)।
দেওহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সখিপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা গোরানগামী একটি গাড়ির ধাক্কায় উল্টে যাওয়ার পর, বালুবাহী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আহত অপর দুই যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর নিহত হয়েছেন বলে জনান তিনি।
অটোরিকশাচালক জাকির হোসেনকে গুরুতর অবস্থায় কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক ও গাড়িটি জব্দ করা হলেও, চালকরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্র : ইউএনবি