জামালপুরে কাস্টমস কর্মকর্তার ১২ বছর জেল

jailসরকারি রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের পলাতক শুল্ক কর্মকর্তাকে ১২ বছর এবং কয়লা ব্যবসায়ীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী লুৎফর রহমান রতন জানান, ২০০৩ সালে মেসার্স শেরপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী ইমারুল হক ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি করেন। সে সময় বন্দরের শুল্ক কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলামের সঙ্গে ইমারুল হক যোগসাজশ করে সরকারি রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে ১০ লাখ ২২ হাজার ৪৫৬ টাকা আত্মসাৎ করেন। রফিকুল ময়মনসিংহের গফরগাঁও এলাকার মুখী গ্রামের বাসিন্দা

এ ঘটনায় দুদকের সহকারী পরিদর্শক মেনহাজ আলী খান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।  সাবেক শুল্ক কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক।

Share this post

scroll to top