ময়মনসিংহ কারাগারে কয়েদির মৃত্যু

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত (৩ মার্চ) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন জেলার আব্দুল্লাহ।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদেন্ডের আদেশ নিয়ে ইব্রাহীমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সে নগরীর আকুয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তার শ্বাসকষ্ট ছিল।

সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। সূত্র: বিএনএ নিউজ২

Share this post

scroll to top