জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আজ মঙ্গলবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুপুর ১টায় সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে নেয়া হয়েছে শফিউল ইসলাম ও আল-আমিন হোসেনকে।
এর আগে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয়ে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ দল : লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।