বাকৃবিতে নাজমুল আহসান হলে ক্রিকেট ও ফুটবল টুর্ণামেন্ট

BAU Tournamentমুজিববর্ষ উপলক্ষে ‘মাদক ছেড়ে খেলতে যাই, সুস্থ সবল জীবন চাই’ স্নোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে ক্রিকেট এবং  ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শহীদ নাজমুল আহসান হল শাখা ছাত্রলীগের আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৪ টায় হলের মাঠে ফুটবল ট‚র্নামেন্টের উদ্বোধন করেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. জিল্লুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই হলের হাউজ টিউটর মো. সাইদ ইফতেখার ইউসুফ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো.  সবুজ কাজী, আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান পিয়ালসহ হলের অন্যান্য ছাত্রলীগ কর্মী ও আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মো. জিল্লুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা দেহ ও মনকে প্রফুল্ল রাখে। অপরদিকে মাদক নামক মরণ ঘাতক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে খেলাধুলার কোনোই বিকল্প নেই। মুজিববর্ষকে সামনে রেখে শিক্ষার্থীদের এমন উদ্যোগ  প্রসংশার দাবি রাখে।

শহীদ নাজমুল আহসান হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন বলেন, কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আমাদের এ আয়োজন। আমাদের হাত ধরেই ক্যাম্পাস মাদকমুক্ত হবে। এ বিষয়ে সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ক্রিকেট ট‚র্নামেন্টে মোট ৮টি এবং ফুটবল ট‚র্ণামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলের মধ্যে গ্রæপ পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল এই তিন ধাপে ট‚র্নামেন্ট সম্পন্ন হবে। টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top