জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দিবসটি উপলক্ষে গভীরভাবে শ্রদ্ধা জানানো হলো কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে। ২০১৮ সালে কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের ১৫৮ জন পুলিশ নিহত হন।
রোববার সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনসে নির্মিত চেতনায় অম্লান ভাস্কর্যে পুষ্পস্তপক অর্পণ করেন জেলা পুলিশ ও বিভিন্ন সংগঠন।
দিবসটি উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু প্রমূখ। অনুষ্ঠান শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।