ময়মনসিংহে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে ডিজিটাল ব্যাঙ্কিং মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শম্ভূগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক ময়মনসিংহ জোনের প্রধান কর্মকর্তা সোলায়মান হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম।
উল্লেখ্য, ইসলামী ব্যাংক এর আয়োজনে এই মেলায় অন্যান্য বেসরকারি ব্যাংকের দশটি স্টল ছিল। মেলা শুরুর পূর্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না মোড় ঘুড়ে পুনরায় মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।