ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নিজের জেলা শহর নড়াইল-২ আসনের জন্য আজ রোববার বেলা ২টার দিকে মনোনয়নপত্র কিনেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি বিন মর্তুজার বাড়ি নড়াইলে তার নিজের একটি সংগঠন আছে যার নাম নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
এই দাতব্য সংস্থাটি নড়াইলের অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষদের সাহায্য করে থাকে বলে জানা যায়।
শৈশবে নড়াইলের চিত্রা নদীতে দাপিয়ে সময় কেটেছে মাশরাফির, মোটরসাইকেল নিয়ে বাড়তি উৎসাহ কাজ করে তার মধ্যে। এখনো ঢাকায় মোটরসাইকেলেই চলাফেরা করেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
ক্রিকেট ক্যারিয়ারের বাইরেও মাশরাফির ডানপিটে স্বভাব এবং তার নেতৃত্ব মিলিয়ে ভক্তদের অনেকের কাছে ক্রিকেটের বাইরেও একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।
তবে জাতীয় দলে খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে যাওয়ার এই উদ্যোগ নিলেন ওয়ানডে দলের অধিনায়ক।
চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও টুয়েন্টি উইকেট শিকারি মাশরাফি বিন মর্তুজা। এবারে আবাহনী দলের হয়ে খেলছেন তিনি।
বিবিসি বাংলাকে অবশ্য তিনি বলেছেন, জনপ্রিয় হবার আগের জীবনটাই তিনি বেশি উপভোগ করতেন। এই জীবনে অনেক দায়বদ্ধতা রয়েছে।
তার ভাষ্যে, ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। বর্তমানে বিশ্বাস করি। হ্যাঁ, একটা সময় তো আসবেই যখন মনে হবে, তখনকারটা তখন ভাববো।’
ভক্তদের অনেকে মাশরাফি বিন মুর্তজাকে আদর্শ হিসেবে দেখেন। মাশরাফির মতে এটা একটা বাড়তি চাপ, তবে তিনি মানুষের ভালোবাসাকেই বড় করে দেখেন।
মাশরাফি বলেন, এটার ভেতরে একটা আনন্দ আছে। ভালো দিক হচ্ছে চাইলেও অনুচিত কিছু করা হয় না, একটা নিয়ন্ত্রণ আসে নিজের মাঝে।