স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নসহ ৭ দফা দাবি নিয়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা মানববন্ধন করেছে। বিরাজমান সমস্যাবলী দ্রুত সমাধানের জন্য ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি দিয়েছে।
বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতি ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে বুধবার সকালে ময়মনসিংহ শহরের সি.কে. ঘোষ রোডে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ঘন্টা মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী শিক্ষক সমিতি ময়মনসিংহ অঞ্চলের সভাপতি নাছিমা আক্তার,সাধারন সম্পাদক মাসররুল হক তানভীর ও শিক্ষক নেতা রোকন উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকরা ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।