শেরপুরে চিরকুট লিখে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামে চিরকুট লিখে নিতী আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ ও তার লিখা চিরকুট উদ্ধার করেছে। নিহত নিতী ওই গ্রামের আল আমীনের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিতীর সৎ মা’সহ তার বাবা ঢাকায় বসবাস করেন। আর নিতী তার দাদি ফুলবানুর সঙ্গে বাড়িতে থেকে স্থানীয় ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখা করছিল। ঢাকায় থাকার কারণে তার বাবা তেমন খোঁজ খবর নিতেন না। এমনকি তার নানা-নানি ও স্বজনরা নিতীকে ভালোবাসতো না। তাই অভিমান করে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিরকুট লিখে দরজা বন্ধ করে বসত ঘরের আড়ার (ধন্না) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। নিতী তার চিরকুটের একাংশে লিখেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ি না। স্বজনদের সঙ্গে অভিমান করে সে নিজেই আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিতীর লেখা চিরকুটে বেশ কিছু লেখা আছে, সে সূত্র ধরে তদন্ত চলছে। পরবর্তীতে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে। সূত্র: প্রতিদিনের চিত্র

Share this post

scroll to top