বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ জন শিক্ষার্থী প্রথমবারের মত ‘মিস্টার ইলেকট্রোমেডিকেল’ নামে একটি রোবট তৈরি করেছে।
রোবটটি মানুষের শরীরের তাপমাত্রা, হৃদস্পন্দন, অক্সিজেনের পরিমাণ এবং রক্তচাপ পরিমাপসহ রোগ নির্ণয়ে পরীক্ষা করতেও সক্ষম।
তাছাড়া হাঁটাচলা করার পাশাপাশি প্রণাম জানিয়ে নিজের নাম, দেশের নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাম ও প্রধানমন্ত্রীর নামও বলতে পারে।
৫ জন শিক্ষার্থী মাত্র ১৫ দিনে এই কাজ সম্পন্ন করেছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন মো. আশিকুর রহমান, মো. আনাসুর রহমান, মো. মীর আমিন, মেহেদী হাসান ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আবদুল মোন্নাফ।
সহযোগিতা করেছেন ইলেকট্রোমেডিকেল টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) মো. আবুল কাশেম।
এটি তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা এবং এর ব্যয়ভার বহন করে ওই বিভাগের শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।
এটি নিয়ন্ত্রণে স্থাপন করা হয়েছে রেসবেরি পাই, আরডোইনো পমগা ও আরডোইনো ইউএনও।