তানিউল করিম জীম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থী এ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এর উদ্যোগে ১৩তম South Asian Universities Youth Festival (SAUFEST) এ অংশ নিবেন। ভারতের হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্টানটি আগামী ২৪-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বাকৃবির দুজন শিক্ষার্থীই বিতর্ক ইভেন্টে অংশগ্রহণ করবেন।
অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত এস. এম. শাহরিয়ার এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আবু আহমেদ সাব্বির।
বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে বাংলাদেশের ৩৮ টি বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন ওই উৎসবে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভূটান, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা, ভারত, মিয়ানমার এবং আফগানিস্তান থেকে শিক্ষার্থী ওই উৎসবে অংশ নিবেন।