স্টাফ রিপোর্টার : অমর একুশে ফেব্রুয়ারীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পুলিশ পোষ্যদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।
ময়মনসিংহ পুলিশ লাইন্সে আয়োজিত এ প্রতিযোগীতা অনুষ্ঠান পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার-ডিএসবি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল-আমিনসহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।