ময়মনসিংহে ভাষা শহীদদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা

শুভ বসাক জয় : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ। শুক্রবার ভোর ৭ টায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময়  ছাত্রলীগের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের অন্যতম  ইউনিট, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ ও ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন ইউনিটের আমন্ত্রণে উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

Share this post

scroll to top